ঢাকা Saturday, 27 April 2024

‘কয়েক দিনের মধ্যে লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হবে’

স্টার সংবাদ

প্রকাশিত: 21:44, 2 June 2023

‘কয়েক দিনের মধ্যে লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হবে’

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিদ্যুতের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে। এটি আন্তর্জাতিক সমস্যা। তবে কয়েক দিনের মধ্যে লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হবে।

শুক্রবার (২ জুন) রাজধানীর তেজগাঁওয়ে নবনির্মিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শনকালে এ কথা জানান তিনি।

সালমান এফ রহমান জানান, দ্রুতই পায়রা বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে। তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যে পায়রা বিদ্যুৎকেন্দ্র চালু হবে। এতে জাতীয় গ্রিডে সরবরাহ বাড়বে। কমবে ভোগান্তি।

প্রসঙ্গত, তীব্র গরমে নাজেহাল দেশের মানুষ। সেই সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিংয়ের ভোগান্তি। গরমে এসি ও ফ্যানের ব্যবহার বেড়ে যাওয়ায় বেড়েছে বিদ্যুতের ব্যবহার। ফলে বেড়েছে লোডশেডিং। রাজধানীতে কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য লোডশেডিং হলেও রাজধানীর বাইরে জেলা শহর ও গ্রামে প্রায় আট ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে।