ঢাকা Friday, 26 April 2024

রেকর্ড গড়ে সিরিজ জয় টাইগারদের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: 18:28, 23 March 2023

আপডেট: 19:40, 23 March 2023

রেকর্ড গড়ে সিরিজ জয় টাইগারদের

ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ড: ১০১/১০ (২৮.১ ওভার)
বাংলাদেশ: ১০২/০ (১৩.১ ওভার)
ফলাফল: বাংলাদেশ ১০  উইকেটে জয়ী
প্লেয়ার অব দ্য ম্যাচ: হাসান মাহমুদ
প্লেয়ার অব দ্য সিরিজ: মুশফিকুর রহিম

ইংলিশদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ে সিরিজ জয়ের পর আইরিশদের বিপক্ষেও ওয়ানডেতে রেকর্ড গড়েছেন টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ ১০ উইকেটে জিতে ২-০তে সিরিজ নিজেদের করে নিয়েছে তামিম ইকবালের বাংলাদেশ। আগের দুই ম্যাচে দলীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড ভাঙাগড়া হলো। এবার বাংলাদেশের রানের পাহাড়ে যেন চাপা পড়তে না হয়, সেজন্য প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল আইরিশরা। তাতে হয়ে গেল আরেক রেকর্ড।

প্রথমবারের মতো ওয়ানডেতে ১০ উইকেটের জয় তুলে নিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। বিনা উইকেটে ১০২ রান তাড়া করে ৩ ম্যাচের সিরিজটাও ২-০ ব্যবধানে জিতে নিয়েছে তামিম ইকবালের দল।

বাংলাদেশ রেকর্ডগড়া ৩৪৯ রান করার পর দ্বিতীয় ওয়ানডেটি পরিত্যক্ত হয়েছিল। নাহলে হয়তো ৩-০ ব্যবধানে আইরিশদের হোয়াইটওয়াশ করার কীর্তিটাও লেখা থাকত টাইগারদের নামের পাশে।

ওয়ানডেতে এর আগে উইকেটের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টি ছিল ৯ উইকেটের। পাঁচবার প্রতিপক্ষকে ৯ উইকেটে হারিয়েছে টাইগাররা। তবে ছিল না ১০ উইকেটের জয়। সিলেটে সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল মাত্র ১০২ রানের। তামিম ইকবাল আর লিটন দাস মিলেই এই লক্ষ্য পেরিয়ে গেছেন।

এর আগে, বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করার প্রত্যাশা থাকলেও, বাংলাদেশের বোলারদের তোপের মুখে তা করা হয়নি বালবার্নি-হিউমদের।

হাসানের করা ২৯তম ওভারের প্রথম বল গ্রাহাম হুমের প্যাডে লাগে। জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। বল ব্যাট স্পর্শ না করায় এবং উইকেটে হিট করায় আম্পায়ারকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। ৩ রানে ফেরেন হুম। আয়ারল্যান্ড ১০১ রানে অলরাউট হয়।

হাসান ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফার নেন। ৯.১ ওভারে মাত্র ৩২ রান দিয়ে তার শিকার ৫ উইকেট। এছাড়া, তাসকিন ৩টি ও এবাদত নেন ২ উইকেট। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন ক্যাম্পার। ২৮ রান আসে টকারের ব্যাট থেকে। এছাড়া, কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি। ৩ জন ফেরেন শূন্য রানে।

দলীয় ১২ রানের মাথায় প্রথম উইকেট হারায় আইরিশরা। হাসান মাহমুদের বলে পঞ্চম ওভারে ওপেনার স্টিফেন ডোহেনিকে হারায় আইরিশরা। ২১ বল খেলে ৮ রান করে ফিরে যান ডোহেনি। এরপর অধিনায়ক বালবার্নিকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেও খুব বেশি লাভ হয়নি।

দলীয় ২২ রানের মাথায় অভিজ্ঞ ব্যাটার স্টার্লিকে হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড। ১২ বলে ৭ রান করে এলবিডব্লিউএর ফাঁদে পড়ে বিদায় নেন স্টার্লিং। তার বিদায়ের পর দুই বল পরেই বিদায় নেন আরেক ব্যাটার হ্যারি ট্যাক্টর। তাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করেন হাসান। এরপর বেশিক্ষণ টিকতে পারেনি অধিনায়ক বালবার্নিও। দলীয় ২৬ রানে তাসকিনের শিকারে পরিণত হয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটার। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে আইরিশরা। তবে ১৯তম ওভারে এবাদতের জোড়া আঘাতে দুই বলে দুই উইকেট হারায় আয়ারল্যান্ড। ৬৮ রানে ৬ উইকেট হারিয়ে অনেকটা চাপে পড়ে আইরিশরা। এর পর ৭৯ রানের মাথায় সপ্তম ও অষ্টম উইকেটের পতন হলে আরো ব্যাকফুটে চলে যায় সফরকারীরা।

দাপটের সাথে প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ম্যাচটি পরিত্যক্ত হয়। বাংলাদেশের ব্যাটিং ইনিংস শেষ হওয়ার পর বৃষ্টি নামলে আইরিশরা আর ব্যাটিং করার সুযোগ পায়নি। নয়তো বাংলাদেশের আগ্রাসী ক্রিকেটের তোপে হয়তো সেদিনই সিরিজ নিষ্পত্তি হয়ে যেত।