ঢাকা Saturday, 11 May 2024

বিদেশিদের ওমরাহ করার অনুমতি দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: 18:16, 26 July 2021

আপডেট: 23:27, 26 July 2021

বিদেশিদের ওমরাহ করার অনুমতি দিল সৌদি

১৪৪২ হিজরির পবিত্র হজ শেষ হয়েছে। এ বছরের হজ শেষে ২৫ জুলাই মোতাবেক ১৫ জিলহজ (সৌদিতে) রোববার শুরু হয়েছে ওমরাহ। এবার বিদেশিরাও বহুল প্রতীক্ষিত এ ওমরাহ পালনের অনুমতি পেতে যাচ্ছে।

১ মহররম অর্থাৎ ১০ আগস্ট থেকে ওমরাহ পালন করতে পারবে বিদেশিরা। খবর আরব নিউজ ও আল-আরাবিয়া।

দেশটি এক প্রজ্ঞাপনে জানিয়েছে, ৯টি দেশ ছাড়া বাকি সব দেশ থেকেই সৌদি আরবে সরাসরি বিমান চলাচল করবে।

তবে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও লেবানন- এই ৯টি দেশের নাগরিকদের তৃতীয় আরেকটি দেশে ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করতে হবে।

এছাড়াও বাধ্যতামূলক ফাইজার, মডার্না, অ্যাস্টাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের করোনা টিকার সম্পূর্ণ ডোজ নেয়া থাকতে হবে। চীনের দুটি ডোজ নেয়ার পর ফাইজার, মডার্না, অ্যাস্টাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের একটি করে টিকা বুস্টার ডোজ হিসেবে নিতে হবে।

এছাড়া ওমরাহ হজযাত্রীদের বয়স ১৮ বা তার বেশি হতে হবে।