ঢাকা Thursday, 09 May 2024

ঈদুল আজহা ১০ জুলাই 

স্টার সংবাদ

প্রকাশিত: 02:03, 1 July 2022

আপডেট: 02:06, 1 July 2022

ঈদুল আজহা ১০ জুলাই 

বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ১০ জুলাই (রোববার) দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার সভায় বসে এ সিদ্ধান্ত নিয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করে থাকেন।

সভায় অতিরিক্ত সচিব আউয়াল হাওলাদার জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৩ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ১০ জুলাই (১০ জিলহজ) রোববার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেসব দেশে আগামী ৯ জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে। পবিত্র হজ পালিত হবে আগামী ৮ জুলাই।

এবার ঈদে ৯, ১০ ও ১১ জুলাই সরকারি ছুটি থাকবে। ঈদের এই তিনদিন ছুটির মধ্যে ৯ জুলাই (শনিবার) পড়েছে সাপ্তাহিক ছুটির মধ্যে।