ঢাকা Friday, 26 April 2024

১১ আগস্ট থেকে চলবে ট্রেন 

প্রকাশিত: 23:30, 4 August 2021

১১ আগস্ট থেকে চলবে ট্রেন 

চলমান লকডাউনশেষে ১১ আগস্ট থেকে শুরু হবে যাত্রীবাহী ট্রেন চলাচল। বুধবার (৪ আগস্ট) রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১১ আগস্ট থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল কমিউটার দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। তবে এ সময়ে কাউন্টারে টিকিট বিক্রি হবে না। ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে, যা অনলাইনে কিনতে হবে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর লকডাউন ১০ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ১১ আগস্ট থেকে আবার গণপরিবহন চলাচল করবে। এছাড়া বাসের ড্রাইভার ও হেলপারদের নিজ নিজ ওয়ার্ড থেকে টিকা নেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনা ভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভাশেষে এ সিদ্ধান্তের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।