ঢাকা Saturday, 27 April 2024

ইউটিউবের সিইও হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন

স্টার সংবাদ

প্রকাশিত: 19:09, 17 February 2023

ইউটিউবের সিইও হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন

ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নীল মোহন। এর আগে সাবেক সিইও সুসান ওজস্কি পদত্যাগের ঘোষণা দেন। খবর : এনডিটিভি।

২০১৪ সালে ইউটিউবের সিইও পদে যোগ দিয়েছিলেন সুসান। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক ব্লগ পোস্টে ইউটিউবের সিইওর পদ ছাড়ার ঘোষণা দেন তিনি। সুসান লেখেন, আমি এখন পরিবার, নিজের স্বাস্থ্য ও ব্যক্তিগত কাজে মনোযোগ দিতে চাই।

প্রতিবেদনে বলা হয়েছে, নীল মোহনের বয়স ৪৯ বছর। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। ২০১৫ সাল থেকে নীল মোহন ইউটিউবের প্রধান পণ্যবিষয়ক কর্মকর্তা (সিপিও) হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি আমেরিকান মাইক্রোসফটেও কাজ করেছেন। এছাড়া জেনোমিক্স এবং বায়োটেকনোলজি কোম্পানি ২৩এন্ডমির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

গুগলের আরেক প্রতিষ্ঠান ডাবলক্লিকে প্রায় ৬ বছর কাজ করেন মোহন। ডাবলক্লিক নামের প্রতিষ্ঠানটি ২০০৭ সালে কিনে নেয় গুগল। এছাড়া তিনি দীর্ঘ আট বছর গুগলের ডিসপ্লে অ্যান্ড ভিডিও অ্যাডভারটাইজিংয়ের সিনিয়র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।