ঢাকা Friday, 26 April 2024

বন্ধ করা হলো ২০ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: 18:42, 2 December 2021

আপডেট: 19:19, 2 December 2021

বন্ধ করা হলো ২০ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

হোয়াটসঅ্যাপ ২০ লাখ ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। এসব অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করা হত। অক্টোবরে ভারতের কৃর্তপক্ষ এ তথ্য জানিয়েছে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকেও বিষয়টি স্বীকার করা হয়েছে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বলছে, প্রায় ৫০০ অভিযোগ দায়ের করা হয়। 

গত সোমবার প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, ২০ লাখ ৬৯ হাজার ভারতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ৯১টি ফোন নম্বর থেকে এসব অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। 

হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র বলেন, আমরা আমাদের ব্যবহারকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। 

তিনি আরও বলেন, আইটি নিয়ম অনুযায়ী চলতি বছরের অক্টোবরে ১৫ মাসের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। মূলত এ রিপোর্ট বিভিন্ন ব্যবহারকারীদের অভিযোগের প্রেক্ষিতে হোয়াটসঅ্যাপ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সেটি জানানোর জন্য। 

বিশ্বব্যাপী বিভিন্ন অপরাধের কারণে প্রতিমাসে প্রায় ৮০ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করা হয়। 

সূত্র: হিন্দুস্তান টাইমস