ঢাকা Saturday, 04 May 2024

পঞ্চগড় জেলা জজ আদালতে স্থানীয়দের নিয়োগের দাবিতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: 15:23, 23 April 2024

পঞ্চগড় জেলা জজ আদালতে স্থানীয়দের নিয়োগের দাবিতে মানববন্ধন

পঞ্চগড় জেলা জজ আদালতের চাকরিতে স্থানীয় প্রার্থীদের নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবি সমিতির কার্যালয় চত্বরে পঞ্চগড় জেলা সচেতন আইনজীবিবৃন্দ ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবি আবু বক্কর সিদ্দিক, একেএম আনোয়ারুল ইসলাম খায়ের, মির্জা আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলা জজ আদালতের বিভিন্ন শুন্য পদে বিভিন্ন সময়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে প্রতিবারই পঞ্চগড়ের মেধাবী শিক্ষার্থীদের বঞ্চিত করে আইনমন্ত্রী আনিসুল হকের সুপারিশে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের চাকরি হয়। চাকরি হলে কিছু দিনের মধ্যে তারা আবারো বদলি হয়ে যান। পরে আবারো শুন্য হয় সেসব পদ। তবে এবারের নিয়োগে জারিকারক, পরিচ্ছন্নতাকর্মীসহ ২৯টি পদেই পঞ্চগড়ের মেধাবী প্রার্থীদের মূল্যায়ন করতে নিয়োগ কমিটির প্রতি অনুরোধ জানান বক্তারা।

মানববন্ধনে আইনজীবি, চাকুরী প্রার্থী ও স্থানীয়রাসহ শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।