ঢাকা Friday, 26 April 2024

তিন মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু

স্টার সংবাদ

প্রকাশিত: 23:11, 14 September 2021

তিন মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু

ফাইল ছবি

দেশে গত তিন মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ সময়ে মারা গেছেন ৩৫  জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭ জনে। এর আগে করোনায় গত ৭ জুন ৩০ জনের মৃত্যু হয়। 

একই সময়ে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ২ হাজার ৭৪ জনের। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জনে। ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬ দশমিক ৫৪ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন। 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (১৩ সেপ্টেম্বর) সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৪১ জন। করোনা শনাক্ত হয় ১ হাজার ৯৫৩ জনের দেহে।