ঢাকা Friday, 26 April 2024

করোনা : ঊর্ধ্বমুখী শনাক্ত, আরো ১ জনের মৃত্যু

স্টার সংবাদ

প্রকাশিত: 00:25, 23 September 2022

করোনা : ঊর্ধ্বমুখী শনাক্ত, আরো ১ জনের মৃত্যু

ফাইল ছবি

দেশে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গতকাল বুধবারের (২১ সেপ্টেম্বর) পর আজ বৃহস্পতিবারও (২২ সেপ্টেম্বর) এই ভাইরাসে ছয়শোর বেশি আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এদিকে মৃত্যুর সংখ্যা এখনো ১০-এর ঘরের নিচে রয়েছে।  

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৬৭৮ জনের দেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে আরো একজন। 

জানা গেছে, মৃত ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা। তার বয়স ৫১-৬০ বছরের মধ্যে। নতুন একজন নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৪৫ জন।

এদিকে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ২০ হাজার ১৪৮ জনে দাঁড়িয়েছে বলে অধিদফতরের তথ্যমতে জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৯৮টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।

এদিকে গত একদিনে করোনা ভাইরাস থেকে সেরে উঠেছেন আরো ৩৩৯ জন। ফলে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬১ হাজার ৮১৯ জন।