ঢাকা Friday, 26 April 2024

ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৫ জন

স্টার সংবাদ

প্রকাশিত: 22:40, 15 September 2022

ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৫ জন

ফাইল ছবি

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৫ ডেঙ্গু রোগী। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত একদিনে হাসপাতালে ভর্তি হওয়া ৩৯৫ জন ডেঙ্গু রোগীর মধ্যে ২৯৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা ঢাকার বাইরে চিকিৎসাধীন। 

এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ৩১১ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৯৭১ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৪০ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১০ হাজার ২৩২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮ হাজার ৮৮১ জন। বর্তমানে এক হাজার ৩১১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানুয়ারির ১ তারিখ থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪০ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।