ঢাকা Friday, 26 April 2024

বাড়ল করোনায় মৃত্যু, কমল শনাক্ত

স্টার সংবাদ

প্রকাশিত: 23:42, 22 January 2022

বাড়ল করোনায় মৃত্যু, কমল শনাক্ত

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় এ সংখ্যা পাঁচজন বেশি। শুক্রবার (২১ জানুয়ারি) জানা গিয়েছিল দেশে পূর্ববর্তী একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। 

এদিকে মৃত্যুর সংখ্যা বাড়লেও কমেছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬১৪ জন। শুক্রবার এ সংখ্যা ছিল ১১ হাজার ৪৩৪ জন। 

করোনা ভাইরাসের সর্বশেষ খবর নিয়ে শনিবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।  

বিজ্ঞপ্তি অনুসারে দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ২০৯ জন এবং শনাক্তে সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জন। গত একদিনে শনাক্তের হার ২৮ দশমিক শূন্য ২ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।