ঢাকা Saturday, 27 April 2024

এইচএসসির প্রথম দিন ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ৮১৩ জন

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

প্রকাশিত: 00:31, 7 November 2022

এইচএসসির প্রথম দিন ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ৮১৩ জন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের অধীনে চলতি বছর এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। রোববার (৬ নভেম্বর) প্রথম দিনে বাংলা পরীক্ষায় ৬৩ হাজার ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮১৩ জন অনুপস্থিত ছিলেন। 

এবার চার জেলার ২৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রথম দিন জেলাওয়ারি অনুপস্থিত শিক্ষার্থীরা হলেন - ময়মনসিংহে ৩৯৯, নেত্রকোনায়  ১৮৭, জামালপুরে ১৫৩ ও শেরপুরে ৭৪ জন। 

সরকারি আনন্দ মোহন কলেজ ও সরকারি মুমিনুন্নিসা মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল জানান,  শান্তিপূর্ণ  ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে এবার পরীক্ষায় বোর্ডের একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। পরীক্ষা চলাকালে বোর্ডে কন্ট্রোল রুম চালু থাকবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য প্রতিটি কেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেট ও পুলিশ মোতায়েন রয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কমনা করেন তিনি।

রোববার বোর্ড চেয়ারম্যানসহ ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।