ঢাকা Wednesday, 08 May 2024

বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগের ডেপুটি গভর্নরকে অব্যাহতি 

স্টার সংবাদ

প্রকাশিত: 03:48, 1 February 2023

বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগের ডেপুটি গভর্নরকে অব্যাহতি 

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩১  জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।  

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছেরকে। 

কাজী ছাইদুর রহমান ২০২০ সালের ২২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হন। তিনি ডেপুটি গভর্নর হিসেবে বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগ ছাড়াও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, ঋণ ব্যবস্থাপনা বিভাগ, দুটি ব্যাংকিং পরিদর্শন বিভাগ, মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ, ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি ও গ্রাহক পরিষেবা বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, মানবসম্পদ বিভাগ ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব পালন করেছেন।