ঢাকা Friday, 26 April 2024

বরগুনায় সড়ক দুর্ঘটনায় ২ চীনা প্রকৌশলী নিহত

স্টার সংবাদ

প্রকাশিত: 21:34, 16 August 2021

বরগুনায় সড়ক দুর্ঘটনায় ২ চীনা প্রকৌশলী নিহত

বরগুনার আমতলীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় দুই চীনা নাগরিকসহ তিনজন প্রকৌশলী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। আজ সোমবার (১৬ আগস্ট) ভোরে তাদের মরদেহ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসে পুলিশ।

নিহতরা হলেন- ইঞ্জিনিয়ার লু জিক ইং, ইঞ্জিনিয়ার লি ওয়েন্টাও ও দো-ভাষী ইঞ্জিনিয়ার মো. ফকরুল হাসান।

জানা যায়, তারা তিনজনই তালতলীর খোট্টারচর এলাকার তাপবিদ্যুৎকেন্দ্রে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ-আলম জানান, প্রাইভেটকারে ঢাকা থেকে তালতলীর খোট্টারচর এলাকার তাপবিদ্যুৎকেন্দ্রে আসছিলেন তারা। রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে আমতলীর ব্রিকফিল্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন প্রকৌশলী মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

ওসি আরও জানান, আহত গাড়ির চালক মো. মুছাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।