ঢাকা Saturday, 27 April 2024

কচুয়ায় করোনা রোগীদের বাড়িতে খাদ্য পৌঁছে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি 

প্রকাশিত: 21:31, 4 August 2021

কচুয়ায় করোনা রোগীদের বাড়িতে খাদ্য পৌঁছে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান

চাঁদপুরের কচুয়ায় বেড়েই চলেছে করোনার প্রকোপ। এদিকে ৪নং পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি, পালাখাল ও মেঘদাইরসহ কয়েকটি গ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছে। 

বুধবার (৪ আগস্ট) দোয়াটি শীলবাড়িতে ৩০ জন করোনা রোগীর বাড়িতে গিয়ে ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ নিজ অর্থায়নে খাদ্য সহায়তা পৌঁছে দেন। পাশাপাশি করোনা রোগীদের যাবতীয় ওষুধ প্রদানসহ তাদের খোঁজখবর নেন।
 
ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ জানান, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভর নির্দেশক্রমে প্রতিনিয়ত এই ইউনিয়নের প্রতিটি বাজারে স্বাস্থ্যবিধি মানা, কাঁচামালের দোকান ছাড়া সব দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। 

তিনি বলেন, এই ইউনিয়নে যারা করোনায় আক্রান্ত হয়েছে তাদের প্রতিনিয়ত খোঁজখবর রাখছি। পাশাপাশি তাদের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি।