ঢাকা Saturday, 27 April 2024

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ রোহিঙ্গা আটক

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 19:49, 28 June 2022

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় বালুখালী ক্যাম্প-৯ থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুন) সকালে ৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরা হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৭ জুন) রাত ১১টায় নাগাদ ক্যাম্পটির ব্লক সি-১১-এর মক্তবের সামনে থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বালুখালী ক্যাম্পের নুর আহম্মদের ছেলে আরিফ উল্লাহ (৩১), ক্যাম্প-৯-এর সাকের মোহাম্মদের ছেলে সলিম উল্লাহ (৫৫)। ক্যাম্প-১০-এর হাবিব উল্লাহর ছেলে দোস মোহাম্মদ (২৫), ক্যাম্প-১১-এর মোহাম্মদ জোবায়ের (২৩), নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ তৈয়ব (৩৭), ক্যাম্প-১৬-এর মোবারক আলীর ছেলে নুর মোহাম্মদ (৩৯)।

৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন জানান, সোমবার রাতে বালুখালী ক্যাম্প-৯ এর ব্লক সি-১১ এর মক্তবের সামনে ২০ জনের একটি রোহিঙ্গা দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে ধাওয়া করে ৬ রোহিঙ্গাকে আটক করা হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে প্রায় ১০টি বিভিন্ন ধরনের দা, ছুরি ও কিরিচ জব্দ করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে জব্দ করা অস্ত্রসহ আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।