ঢাকা Tuesday, 30 April 2024

একদিনে আরো ২২৯ ডেঙ্গু রোগী হাসপাতালে

স্টার সংবাদ

প্রকাশিত: 00:54, 23 September 2021

একদিনে আরো ২২৯ ডেঙ্গু রোগী হাসপাতালে

ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে ১৬ হাজার ৪৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২২৯ জনের মধ্যে ১৭৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এবং ৫৩ জন ঢাকার বাইরে। এদিকে ডেঙ্গুতে এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৮ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮১৯ জন ও দেশের অন্যান্য বিভাগে ১৯৯ জন রোগী ভর্তি আছেন।