ঢাকা Thursday, 02 May 2024

কাতারের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: 04:03, 30 November 2022

কাতারের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে নেদারল্যান্ডস

দ্বিতীয় পর্বে পৌঁছাতে কাতারের বিপক্ষে কমপক্ষে ড্র প্রয়োজন নেদারল্যান্ডসের। এমন সমীকরণ নিয়ে ইউরোপের দেশটি কাতারের আল বাইত স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) মুখোমুখি হয়েছে স্বাগতিদের। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আছে কমলা জার্সিধারীরা।

স্বাগতিকদের বিপক্ষে একচেটিয়া প্রধান্য নিয়ে খেলেই প্রথমার্ধে এগিয়ে যায় নেদারল্যান্ডস। এই সময়ে প্রায় ৮০ ভাগের মতো বল ছিল নেদারল্যান্ডসের দখলে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খেলায় কিছুটা ফিরতে পেরেছিল স্বাগতিকরা। 

চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো নেদারল্যান্ডস। কাতারের গোলমুখে তৈরি হওয়া জটলার মধ্যে খুব কাছ থেকে শট নিয়েছিলেন ড্যালি ব্লিন্ড। কিন্তু সেই শট রুখে দিয়েছেন কাতারের গোলরক্ষক মেশাল বারশাম।

তবে দ্বিতীয় আক্রমণ থেকে ঠিকই গোল আদায় করে নেয় নেদারল্যান্ডস। ২৬ মিনিটে বক্সের মাথায় বল পেয়ে একজন ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে গোল করেন কোডি গাকপো।

এই ম্যাচে হারজিতে অবশ্য কিছু যায়-আসে না স্বাগতিক দলটির। কারণ তারা এরই মধ্যে দুই ম্যাচ হেরে ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।