ঢাকা Tuesday, 21 May 2024

বেনাপোলে বাসচাপায় শ্রমিক নিহত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: 14:28, 1 May 2024

আপডেট: 14:31, 1 May 2024

বেনাপোলে বাসচাপায় শ্রমিক নিহত

বেনাপোলে বাসের চাপায় গোলাম মোস্তফা (৪৭) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা অপর এক আরোহী আনিসুর রহমান গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১ মে) সকাল ৭ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের দীঘিরপাড় নামক স্থানে রজনী ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত গোলাম মোস্তফা শার্শা উপজেলার তাউতাড়া গ্রামের আবুল ঢালীর ছেলে। আহত আনিসুর একই গ্রামের রেজাউল মুন্সির ছেলে। তারা দু'জনই ধান কাটা শ্রমিক।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে তারা দু'জন ধান কাটা কাজের সন্ধানে সাইকেল চালিয়ে বাড়ি থেকে বেনাপোলের উদ্দেশ্যে বের হয়েছিলেন। এসময় তারা দীঘিরপাড় রজনী ক্লিনিকের সামনে আসলে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী (গোল্ডেন লাইন) একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মোস্তফার মৃত্যু হয়। এসময় তার সঙ্গী আনিসুরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যান। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।