ঢাকা Wednesday, 15 May 2024

ইবিতে বৃষ্টি প্রার্থনায় ইস্তিস্কার নামাজ আদায় 

ইবি প্রতিনিধি 

প্রকাশিত: 13:06, 29 April 2024

ইবিতে বৃষ্টি প্রার্থনায় ইস্তিস্কার নামাজ আদায় 

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির লক্ষ্যে বৃষ্টি প্রার্থনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে এ নামাজ আদায় করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এতে প্রায় কয়েকশত মুসল্লী অংশগ্রহণ করেন।

নামাজের শুরুতে প্রাকৃতিক বিপর্যয় ও প্রকৃতিতে মানুষের ক্ষতিকর কার্যক্রম নিয়ে আলোচনা করেন ধর্মতত্ত্ব অনুষদের ডীন অধ্যাপক ড. আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী। পরে নামাজের নিয়মকানুন সম্পর্কে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আশ্রাফ উদ্দীন খান। নামাজ শেষে দুই হাত উল্টো করে আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করেন মুসল্লীরা। এসময় প্রকৃতিতে চলমান বিপর্যয় থেকে আল্লাহর কাছে মুক্তি প্রার্থনা করা হয়। 

অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ‘দেশজুড়ে চলমান বিপর্যয় মানুষের কৃতকর্মের ফলাফল। আমরা সকল প্রকার বিপর্যয় সৃষ্টিকারী কাজ করা থেকে বিরত থাকবো। আজকে এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে মুক্তি প্রার্থনা করবো।’

নামাজে অংশগ্রহণকারী ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আবু নাইম বলেন, ‘প্রতি বছরের চেয়ে এই বছর আমার কাছে সবচেয়ে বেশি গরম অনুভব হচ্ছে। তাছাড়া এই বছর বৃষ্টির পরিমানও কম। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। তাই আজকের এই নামাজের মাধ্যমে আমরা শান্তির আশায় আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করেছি।’