ঢাকা Friday, 26 April 2024

ইভ্যালির প্রতারিত গ্রাহকদের টাকা সরকারকে দিতে হবে : রুমিন

স্টার সংবাদ

প্রকাশিত: 23:46, 16 September 2021

ইভ্যালির প্রতারিত গ্রাহকদের টাকা সরকারকে দিতে হবে : রুমিন

ফাইল ছবি

অনলাইন মার্কেটপ্লেসে যেসব গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন, তাদের অর্থ সরকারকে ফেরত দেয়ার দায়িত্ব নিতে হবে বলে দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি বলেন, সরকারের গাফিলতির কারণে ইভ্যালি, ই-অরেঞ্জের মতো প্রতিষ্ঠান ব্যবসার নামে প্রতারণা করে হাজার কোটি টাকা লুট করেছে।

তিনি বলেন, যারা টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তাদের টাকা সরকারকে ফিরিয়ে দিতে হবে। পরে সরকার ওইসব প্রতিষ্ঠান থেকে টাকা আদায় করবে।

রুমিন ফারহানা বলেন, ইভ্যালি, ই-অরেঞ্জ ই-কমার্স ব্যবসা শুরু করার সময়ই বোঝা গিয়েছিল তারা প্রতারণা করবে। তারা অর্ধেক দামে পণ্য বিক্রির অফার দিয়েছিল। প্রচুর মানুষ বিনিয়োগ করেছে। এখন হাজার কোটি টাকা নিয়ে তারা আর পণ্য দিচ্ছে না।

তিনি বলেন, শুধু মানুষকে দোষ দিলে হবে না। এই প্রতিষ্ঠানগুলো গোপনে ব্যবসা করেনি। যে পরিমাণ বিজ্ঞাপন দিয়ে তারা ব্যবসা করেছে, তাতে সরকারের নীতিনির্ধারকদের এটি না জানার কথা নয়।