ঢাকা Wednesday, 08 May 2024

চট্টগ্রামে বিএনপির সমাবেশে সংঘর্ষ, ভেঙে পড়ল মঞ্চ

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 21:06, 12 January 2022

আপডেট: 21:31, 12 January 2022

চট্টগ্রামে বিএনপির সমাবেশে সংঘর্ষ, ভেঙে পড়ল মঞ্চ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ডাকা সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ভেঙে পড়ে মঞ্চ। 

বুধবার (১২ জানুয়ারি) বেলা সোয়া ১টার দিকে নগরের কর্ণফুলী থানার সিডিএ আবাসিক এলাকা মাঠে অনুষ্ঠিত সভায় এ ঘটনা ঘটে। আহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এ সমাবেশ আয়োজন করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে এতে বক্তব্য দেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ সংবাদমাধ্যমকে বলেন, বুধবার সকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। তবে অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর তারা নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়েন। কেউ গুরুতর আহত হননি। এখন সব স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেয়ার সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে। তবে তিনি বক্তব্য দেয়া বন্ধ রাখেননি।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, দক্ষিণ জেলার আজকের সমাবেশ বাঁধ ভেঙেছে সরকার পতন আন্দোলনের। কিছুতেই জনগণকে আটকে রাখা যাবে না। এত লোকের সমাবেশ মঞ্চ তো ভাঙবেই। আন্দোলন বন্ধ হবে না, চলতে থাকবে।

আমির খসরু আরো বলেন, ১৪৪ ধারার দিন শেষ হয়ে গেছে‌‌। দফায় দফায় অনুমতি নিয়ে জনসভার দিন শেষ হয়ে গেছে। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম প্রমুখ।