ঢাকা Friday, 26 April 2024

করোনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩ হাজার প্রবাসী বাংলাদেশি

স্টার সংবাদ

প্রকাশিত: 22:04, 13 October 2021

আপডেট: 22:15, 13 October 2021

করোনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩ হাজার প্রবাসী বাংলাদেশি

প্রতীকী ছবি

করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত ৩ হাজারের মতো প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। গত জুলাই পর্যন্ত ২ হাজার ২৯৩ প্রবাসী বাংলাদেশির করোনায় মৃত্যু হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসী বিভাগের প্রধান শরিফুল হাসান এসব তথ্য জানান।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য অনুযায়ী, গত ৩১ জুলাই পর্যন্ত ৩০টি দেশে ২ হাজার ২৯৩ জন প্রবাসী বাংলাদেশি করোনায় মৃত্যুবরণ করেন। এর মধ্যে একক দেশ হিসেবে সৌদি আরবে সর্বোচ্চ ১ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়। এছাড়া ওমানে ৩৫২, সংযুক্ত আরব আমিরাতে ২৮৮, মালয়েশিয়ায় ১৩২, বাহরাইনে ৯৭, ব্রুনাইয়ে ২৪, কাতারে ৬২, জর্ডানে ১২, ইরাকে ২৯, ইতালিতে ৬২, কানাডায় ৯, গ্রিসে ৯, লিবিয়ায় ৬, মিশরে ৫, সিঙ্গাপুরে ৪ এবং মালদ্বীপে ৮ জনের মৃত্যু হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্যে অবশ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ অনেক দেশের তথ্য নেই। এসব দেশেও করোনায় বাংলাদেশি প্রবাসীদের মৃত্যু হয়েছে। ২০২০ সালে ২ হাজার ৮৮৪ জন বাংলাদেশির মরদেহ দেশে আসে। চলতি বছর আগস্ট পর্যন্ত ২ হাজার ৫৫১ জনের মরদেহ এসেছে। তারা করোনাসহ বিভিন্ন রোগ ও দুর্ঘটনায় মারা যান। এই সময়ে প্রবাসে ঠিক কতজন বাংলাদেশি মারা গেছেন তার সঠিক পরিসংখ্যান নেই।