ঢাকা Friday, 26 April 2024

শুক্রবারেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

স্টার সংবাদ

প্রকাশিত: 11:25, 26 May 2023

শুক্রবারেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ফাইল ছবি

ঢাকার বাতাসের মান শুক্রবার (২৬ মে) সকালেঅস্বাস্থ্যকরহিসেবে চিহ্নিত করা হয়েছে। সাপ্তাহিক বন্ধের দিনও এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৫৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় - রয়েছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক এয়ার কোয়ালিটি ইনডেক্সের র‌্যাংকিং অনুযায়ী শুক্রবার সকাল পৌনে ৯টায় বায়ুমানে অবস্থা বিরাজ করছিল।

সমান স্কোর নিয়ে তালিকায় একই কাতারে রয়েছে সৌদি আরবের রিয়াদ ইন্দোনেশিয়ার জাকার্তাও। এসব শহরের আজকের বাতাসঅস্বাস্থ্যকরহিসেবে চিহ্নিত করা হয়েছে।

একিউআই অনুযায়ী, ১৫৯ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং। ৪৭১ স্কোর নিয়ে ইরাকের বাগদাদ আছে তালিকার শীর্ষে। এটিকেঝুঁকিপূর্ণহিসেবে ধরা হয়।

অন্যদিকে শূন্য স্কোর নিয়ে যুক্তরাষ্ট্রের ডেট্রোইট ভালো বায়ুর তালিকায় প্রথমে রয়েছে। স্কোর নিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্ন নরওয়ের অসলো রয়েছে দ্বিতীয় স্থানে। স্কোর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি অস্ট্রেলিয়ার সিডনি রয়েছে তালিকার -এ।