
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
এতে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নামের পাশে উল্লিখিত স্থানে বদলি/পদায়ন করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ওয়ারী জোনের এডিসি মো. কামরুল ইসলামকে সিটি-স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের (সোয়াট টিম) এডিসি, মতিঝিল জোনের এডিসি মো. এনামুল হক মিঠুকে ডিবি-তেজগাঁও বিভাগের (তেজগাঁও জোনাল টিম) এডিসি, ডিবি-তেজগাঁও বিভাগের (তেজগাঁও জোনাল টিম) এডিসি মো. শাহাদত হোসেন সুমাকে ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগে (সংযুক্ত), সিটি-স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের (সোয়াট টিম) এডিসি এস এম শামীমকে ওয়ারী জোনের এডিসি এবং ডিএমপি অপারেশনস বিভাগের (অপারেশনস-২) এডিসি মো. রওশানুল হক সৈকতকে মতিঝিল জোনের এডিসি করা হয়েছে।