ঢাকা Wednesday, 08 May 2024

দাড়িতে খুশকি হলে করণীয়

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: 12:29, 1 January 2024

দাড়িতে খুশকি হলে করণীয়

শীতকালে সবারই শুষ্ক ত্বক নিয়ে হিমশিম খেতে হয়। তার মধ্যে এই মৌসুমে আরও একটি সমস্যার মুখোমুখি হতে হয় ছেলেদের। তা হলো দাড়িতে খুশকি হওয়া। একটু বড় হলেই দাড়িতে গজাতে পারে খুশকি, দেখা দিতে পারে চুলকানিও। বিশেষভাবে যত্ন না নিলে ত্বকের সমস্যায় ভোগারও আশঙ্কা থাকে। অনেকেই জানেন না কীভাবে দাড়ির যত্ন করতে হয়।

তাই চলুন এ সমস্যা সমাধানের কিছু উপায় জেনে নেওয়া যাক-

  • অতিরিক্ত ঠান্ডা বা বেশি গরম পানি দিয়ে মুখ ধোয়া যাবে না। হালকা গরম পানি দিয়ে প্রতিদিন ভালোভাবে দাড়ি ধুতে হবে।
  • দাড়ি ধোয়ার জন্য ব্যবহার করতে হবে কোনও ফেসওয়াশ। গোসলের সাবান দিয়ে ধোয়া যাবে না।
  • মুখ ধোয়ার পর প্রতিদিন ভালোভাবে দাড়িসহ মুখে ময়েশ্চারাইজার মাখতে হবে।
  • দিনে একবার অন্তত ভালো করে দাড়ি আঁচড়াবেন।
  • মুখ ধোয়ার পর ভালো করে দাড়ি মুছে শুকিয়ে নিতে হবে।
  • কখনও শ্যাম্পু ব্যবহার করা যাবে না। এতে ত্বকে সমস্যা হতে পারে।

অতিরিক্ত খুশকির হলে বা এসবের পরও সমস্যা থেকে গেলে চর্মরোগ বিশেজ্ঞের পরামর্শ নিন।