ঢাকা Sunday, 19 May 2024

সুনামগঞ্জে নির্বাচনে টাকা বিতরণকালে প্রিজাইডিং কর্মকর্তাসহ আটক ৪ 

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 11:09, 8 May 2024

আপডেট: 12:47, 8 May 2024

সুনামগঞ্জে নির্বাচনে টাকা বিতরণকালে প্রিজাইডিং কর্মকর্তাসহ আটক ৪ 

সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ ৪ জনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (৭ মে) দিবাগত রাত ২টার দিকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অবনি মোহন দাসের পক্ষ থেকে টাকা বিতরণের অভিযোগে তাদের আটক করে পুলিশ। 

সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আটকের পর তার জায়গায় রাতেই নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়। আটককৃতরা হলেন- শাল্লা উপজেলা নির্বাচনের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা অপু চন্দ্র দাশ, শাল্লা ইউপির মোতাব্বির হোসেন, আব্দুস শহীদ ও আব্দুল খালেক। 

জেলা নির্বাচন কর্মকর্তা ও দিরাই-শাল্লা উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘রাতে টাকা বিতরণের সময় তাদেরকে পুলিশ আটক করে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে আছেন। ওই জায়গায় নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।’