ঢাকা Thursday, 02 May 2024

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: 10:38, 19 April 2024

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল

ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির ইসফাহান শহরে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দও শোনা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসিতে বিষয়টি নিশ্চিত করেছেন দুই দুই মার্কিন কর্মকর্তা।

এদিকে এপির খবরে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেশ কয়েকটি শহরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির ইসফাহান শহরে বিস্ফোরণের খবর জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইসফাহানের ওপর তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইসফাহানের আকাশে তিনটি ড্রোন দেখা যাওয়ার পর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘আকাশেই ড্রোনগুলোকে ধ্বংস করে’।

এর আগে, গত শনিবার ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরে এর কড়া জবাব দেয়ার হুঁশিয়ার দিয়েছিল ইসরায়েল প্রশাসন। যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলকে পাল্টা হামলা না চালানোর জন্য আহ্বান জানালেও ইসরায়েল এই আহ্বান উপেক্ষা করে স্থানীয় সময় শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।