ঢাকা Thursday, 02 May 2024

যখনই প্রয়োজন হবে লাইভ-ভিডিও বন্ধ করতে পারবো : টেলিযোগাযোগমন্ত্রী

স্টার সংবাদ

প্রকাশিত: 21:35, 27 October 2021

যখনই প্রয়োজন হবে লাইভ-ভিডিও বন্ধ করতে পারবো : টেলিযোগাযোগমন্ত্রী

ছবি সংগৃহীত

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সোশ্যাল মিডিয়ার প্রযুক্তি অর্জন করেছি; সোশ্যাল মিডিয়ার লাইভ ও ভিডিও বন্ধ করতে পারব। যখনই প্রয়োজন হবে আমরা তখনই বন্ধ করতে সক্ষম হবো।

বুধবার (২৭ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি একথা জানান।

মোস্তাফা জব্বার বলেন, কুমিল্লার ঘটনা আপনারা জানেন, ৩০০ লিংকে রিপোর্ট করেছি। এবার আমরা ৩৬৪টি লিংক বন্ধ করেছি।

ফেসবুকের সঙ্গে ২০১৮ সাল থেকে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, আমি এখন পর্যন্ত ফেসবুকের সঙ্গে আলাপ-আলোচনা করছি। বাংলাদেশে তাদের বিশাল বাজার। বালাদেশের পরিস্থিতি ফেসবুক-ইউটিউব বুঝতে পেরেছে। আমরা বিশ্বাস করি, একদিন তারা আমাদের হুকুম অনুযায়ী চলবে এবং সব কাজ করবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের পক্ষ থেকে যত চাপ দেয়া দরকার সেই চাপ অব্যাহতভাবে দেয়া হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে তারা ভ্যাট দেয়।

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সংলাপে আরো উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া।