ঢাকা Friday, 10 May 2024

করোনা : শনাক্ত ছাড়াল ২ হাজার, মৃত্যু ২

স্টার সংবাদ

প্রকাশিত: 00:00, 28 June 2022

আপডেট: 00:02, 28 June 2022

করোনা : শনাক্ত ছাড়াল ২ হাজার, মৃত্যু ২

ফাইল ছবি

দেশে দ্রুত বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। একদিনের ব্যবধানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। একই সময়ে মারা গেছে দুজন।

সোমবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ২ হাজার ১০১ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ২ শতাংশ। নতুন শনাক্তসহ মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ২৭৪ জন।

এদিকে একই সময়ে মারা গেছেন দুজন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৪২। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৯ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৮৬৭ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।