ঢাকা Monday, 20 May 2024

রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: 15:52, 9 May 2024

রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে সফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার (৮ মে) দিবাগত রাত দেড় টায় দিনাজপুর নেয়ার পথে তার মৃত্যু হয়। সফিকুল উপজেলা পদমপুর উত্তরগাও গ্রামের মৃত রমজান আলীর ছেলে। সে পেশায় মহেন্দ্রচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সফিকুল তার স্ত্রী রিতা আক্তারকে না জানিয়ে এক জনকে ১৯ হাজার টাকা ধার দেয়। এ নিয়ে তার স্ত্রী, ছেলে হৃদয়ের সাথে বাগবিতণ্ডা বাঁধে। বুধবার রাত ৯ টায় সফিকুল বাড়ির পাশে হাজ্বী মৌড় থেকে বাড়ি এসে না খেয়ে শুয়ে পড়ে। পরে রাতে তার অস্বাভাবিক আচরণ দেখে পরিবারের লোকজন জিজ্ঞাসা করলে সফিকুল দুটি গ্যাস ট্যাবলেট খেয়েছে বলে জানায়।

পরে পরিবারের লোকজন তাকে রাণীশংকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন। দিনাজপুর নিয়ে যাওয়ার পথিমধ্যে সফিকুল মারা যায়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়।