ঢাকা Friday, 26 April 2024

আমদানি অনুমতির দ্বিতীয় দিনেই এলো ৯৯০ টন পেঁয়াজ

স্টার সংবাদ

প্রকাশিত: 22:47, 6 June 2023

আমদানি অনুমতির দ্বিতীয় দিনেই এলো ৯৯০ টন পেঁয়াজ

সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে গতকাল সোমবার (৫ জুন)। এই অনুমতি দেয়ার দ্বিতীয় দিন আজ মঙ্গলবার (৬ জুন) বিকেল ৫টা পর্যন্ত সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৩৩টি ট্রাকে ৯৯০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে। 

অবশ্য ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মোট ৬৫টি পণ্যবাহী পেঁয়াজের ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেছে। 

এর আগে সোমবার একই বন্দর দিয়ে ১১টি ট্রাকে ৩৩০ মেট্রিক টন পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, ভারতের ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে গতকাল থেকে এ পর্যন্ত মোট ৪৪টি ট্রাকে ১ হাজার ৩২০ মেট্রিক টন পেঁয়াজ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেছে। গতকাল ১১টি ট্রাকে ও মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ৩৩ ট্রাক পণ্যবাহী পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করে।

এদিকে পেঁয়াজ আমদানির ঘোষণার পর থেকেই বাজারে কমতে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় এই খাদ্যপণ্যের দাম। ব্যবসায়ী নেতাদের মতে, এমন বড় কয়েকটি চালান এলেই পেঁয়াজের দাম ৩০-৩৫ টাকার ভেতর থাকবে। 

জানা গেছে, প্রতি টন পেঁয়াজ ভারত থেকে আমদানি করতে ২২০ থেকে ২৫০ মার্কিন ডলার খরচ হচ্ছে।

প্রসঙ্গত, দেশি পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গত ১৫ মার্চ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে সরকার। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেন। ফলে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪৫ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত খোলা বাজারে বিক্রি হয়েছে।

ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান জানান, ভারতের ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে এ পর্যন্ত ১ হাজার ৩২০ মেট্রিক টন পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে।