ঢাকা Friday, 26 April 2024

কুড়িগ্রাম পুলিশের অর্থায়নে দৃষ্টি প্রতিবন্ধীর ঘর নির্মাণ-উদ্যোগ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: 22:41, 17 September 2021

কুড়িগ্রাম পুলিশের অর্থায়নে দৃষ্টি প্রতিবন্ধীর ঘর নির্মাণ-উদ্যোগ

কুড়িগ্রাম জেলা পুলিশের অর্থায়নে উলিপুর উপজেলার দৃষ্টি প্রতিবন্ধী ও হতদরিদ্র খলিলের ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজারহাট উপজেলার চাকিরপশা ইউনিয়নের পীরমামুদ এলাকার বাসিন্দা দৃষ্টিপ্রতিবন্ধী ও হতদরিদ্র খলিলের ঘর নির্মাণের জায়গা পরিদর্শন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, রাজারহাট থানার ওসি রাজু সরকার, বিভিন্ন পত্রিকার সাংবাদিক,  ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

দৃষ্টি প্রতিবন্ধী খলিল বলেন, পুলিশ সুপার আমার ঘর করে দিচ্ছেন, আমি খুবই খুশি। এজন্য জেলা পুলিশের সকলের কাছে চির কৃতজ্ঞ। 

স্থানীয় লোকজন বলেন, সরকারের পাশাপাশি জেলা পুলিশ যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে সমাজ উপকৃত হতো।