ঢাকা Thursday, 09 May 2024

পটুয়াখালীতে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: 18:00, 22 April 2024

পটুয়াখালীতে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, ব্যবস্থাপনা ও দায়িত্বশীল মৎস্য আহরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিস-২) অ্যাক্টিভিটির সহযোগিতায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

এতে মৎস্যবন্দর মহিপুর ও আলীপুরের অর্ধশতাধিক মৎস্য বোট মালিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকতা অভিজিৎ বসু ও ইকোফিস-২-এর সহযোগী জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন।

এতে সমুদ্রে প্লাস্টিক বর্জন, নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ ও সমুদ্রের পরিবেশ রক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।