ঢাকা Monday, 06 May 2024

রুমায় যৌথবাহিনীর অভিযানে কেএনএফের আরো ৪ সহযোগী গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: 15:36, 14 April 2024

রুমায় যৌথবাহিনীর অভিযানে কেএনএফের আরো ৪ সহযোগী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে রুমা সোনালী ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় কেএনএফের সহযোগী হিসেবে আরো ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- রুমা উপজেলার রেমাক্রী পাংসা ইউনিয়নের জাদিপাই পাড়ার লাল রৌবত বম প্রা: আপেল (২৭), সদর উপজেলার কুহালং ইউনিয়নের চিনলুং পাড়ার লাল লম থার বম প্রা: আলম (৩১), রুমা উপজেলা পাইন্দু ইউপির মুননুয়াম পাড়ার মিথুসেল বম প্র: আমং (২৫), সদর উপজেলার কানা পাড়ার লাল রুয়াত লিয়ান বম (৩৮)।

পুলিশ জানায়, গত ২ এপ্রিল বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত ৫টি মামলার প্রেক্ষিতে কেএনএফর সহযোগী হিসেবে যৌথবাহিনীর সদস্যরা তাদের রুমা উপজেলা এবং বান্দরবানের সদর উপজেলা থেকে গ্রেপ্তার করে।

এদিকে যাচাই বাচাই শেষে তাদের রোববার (১৪ এপ্রিল) বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরান এর আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

বান্দরবান জেলা পুলিশের তথ্য মতে বান্দরবানের রুমা ও থানচিতে ঘটনার পর এ পর্যন্ত ৯টি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনায় জড়িত থাকার অপরাধে এ পর্যন্ত ৫২জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।