ঢাকা Tuesday, 07 May 2024

কুষ্টিয়ায় ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: 17:09, 3 April 2024

আপডেট: 19:51, 3 April 2024

কুষ্টিয়ায় ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের এক এজেন্ট শাখায় জানালার গ্রিল ও ভোল্টের তালা ভেঙে ৫ লাখ ২৭ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এ ঘটনা ঘটে।

আজ বুধবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, ব্যাংকটির একটি জানালার গ্রিল কাটা, ভোল্টের তালা ভাঙা, সিসিটিভি ডিভিআর মেশিন নেই, আলমারি অগোছালো। এ সময় ভিড় করেছেন উৎসুক জনতা।

এ বিষয়ে এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ মো. শামসুল আলম জানান, আজ সকাল ৯টার দিকে তিনি ব্যাংকে এসে দেখেন জানালার গ্রিল কাটা, ভোল্টের তালা ভাঙা। ভোল্টে রাখা ৫ লাখ ২৭ হাজার ৬৮৬ টাকা নেই। সিসিটিভির ডিভিআর মেশিন নেই, আলমারি অগোছালো হয়ে আছে। রাতের যেকোনো সময় ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান শামসুল আলম।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, চুরির ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত চলছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।