ঢাকা Sunday, 28 April 2024

লক্ষ্মীপুরে কর্মদলের সদস্যদের ঋণ গ্রহণপূর্ব অবহিতকরণ প্রশিক্ষণ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: 17:31, 25 March 2024

লক্ষ্মীপুরে কর্মদলের সদস্যদের ঋণ গ্রহণপূর্ব অবহিতকরণ প্রশিক্ষণ

সুদমুক্ত ঋণ কার্যক্রমের অধীন কর্মদলের সদস্যদের ঋণ গ্রহণের পূর্বে অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষণ সোমবার (২৫ নভেম্বর) শহর সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী। কোর্স সমন্বয় করেন শহর সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঋণ চালু করেন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তাদের অধিকার আদায় ও আত্মনির্ভরশীল করার জন্য এটি চালু করা হয়েছে। 

তারা আরো বলেন, ঋণ নিয়ে উদ্যোক্তা হতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা চালু করে প্রতিষ্ঠিত হওয়া যায়। পাশাপাশি হাঁস-মুরগি, গবাদিপশু পালন, সেলাই মেশিন দিয়ে কাপড় ব্যবসা করা যায়। আর যারা ঋণ গ্রহণ করেছে বা করবে তারা যেন অবশ্যই যথাযথ কাজে লাগাতে পারে ঋণ সেই দিকে সমাজকর্মীদের দৃষ্টি দিতে হবে।

দিন্যব্যাপী এই প্রশিক্ষণে দলনেতা সহ ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।