ঢাকা Monday, 06 May 2024

রংপুরে পরিসংখ্যান দিবস পালিত

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: 17:55, 27 February 2024

রংপুরে পরিসংখ্যান দিবস পালিত

‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো রংপুরেও ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪’ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রংপুরের বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনায় জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) রংপুর মো. আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. শাহ‌জামান।

আলোচনার শুরুতে বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মো. শফিকুল ইসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রম সম্পর্কে অবগত করেন। 

আলোচকবৃন্দ সময়ানুগ, বস্তুনিষ্ঠ ও চাহিদা অনুযায়ী তথ্য-উপাত্ত প্রদানের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার গুণগত মান উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।