ঢাকা Tuesday, 07 May 2024

ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেসে ককটেল হামলা, জানালা ভাঙচুর

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: 15:49, 1 November 2023

আপডেট: 18:55, 1 November 2023

ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেসে ককটেল হামলা, জানালা ভাঙচুর

চলমান অবরোধ কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে কলকাতা-ঢাকা রুটের আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে মৈত্রী এক্সপ্রেসের বগির একটি জানালার গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। 

বুধবার (১ নভেম্বর) দুপুরে ১২টার দিকে ঈশ্বরদীর লোকোশেড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ঈশ্বরদী রেলওয়ে জংশন অতিক্রম করে ঢাকা যাচ্ছিল। ট্রেনটি ঈশ্বরদীর লোকোসেড এলাকা অতিক্রম করার সময় ট্রেন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে কিছু অবরোধকারী। এতে ট্রেনের জানালার দুটি গ্লাস ভেঙে গেছে। এসময় ট্রেন দ্রুত ঢাকা অভিমুখে চলে যায়।

ঈশ্বরদী রেলওয়ে পুলিশের ওসি হারুনুজ্জামান রুমেল বলেন, ‘কে বা কারা মৈত্রী এক্সপ্রেস লক্ষ্য করে কিছু একটা ছুড়ে মারে। এতে ট্রেনের বগির জানালা ক্ষতিগ্রস্ত হয়, তবে এতে কেউ হতাহত হননি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাসুদ আলম বলেন, ‘ট্রেন লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে ট্রেনের একটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’