
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জে সিএনজি ও ট্রলির সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট-গোমস্তাপুর সড়কের পুসকুনি-মিনিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবগঞ্জ থানার দাইপুকুরিয়া ইউনিয়নের গাজীপুর বারেক বাজার এলাকার মৃত. ইসকত আলীর স্ত্রী খলেশা বেগম (৭০) এবং শিবগঞ্জ পৌর এলাকার বীরেন হরিদাসের ছেলে ততন হরিদাস (৪০)। তারা দুইজনই সিএনজির যাত্রী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহম্মেদ জানান, কানসাট বাজার থেকে ছেড়ে যাওয়া ট্রলির সঙ্গে পুসকুনি এলাকায় গোমস্তাপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজির দুই যাত্রী।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।