ঢাকা শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

Star Sangbad || স্টার সংবাদ

উলিপুরে সীমানা নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৯, ১৬ মার্চ ২০২৩

উলিপুরে সীমানা নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা

নিহত হাফেজ জিয়াউর রহমান জিয়া

কুড়িগ্রামের উলিপুরে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে হাফেজ জিয়াউর রহমান জিয়া (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দলন গ্রামে। জিয়া ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে ওই এলাকার নজির হোসেনের পুত্র চাঁদ মিয়া (৫০) বাড়ির সীমানা নির্ধারণ না করে পাকা স্থাপনার কাজ শুরু করেন। জিয়া সীমানা নির্ধারণ করে বাড়ির কাজ করতে বললে এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। 

একপর্যায়ে চাঁদ মিয়া ও তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে জিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান বলেন, ঘটনা শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।