ঢাকা Friday, 26 April 2024

মেঘনায় জেলেদের আক্রমণে নৌপুলিশ ফাঁড়ির ওসিসহ আহত ১৬

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 18:38, 11 March 2023

মেঘনায় জেলেদের আক্রমণে নৌপুলিশ ফাঁড়ির ওসিসহ আহত ১৬

বরিশাল জেলার হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলায় স্থানীয় নৌপুলিশ ফাঁড়ির ওসি বিকাশ চন্দ্র দেসহ ১৬ জন আহত হয়েছেন। ওসিসহ গুরুতর আহত চারজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শনিবার (১১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌপুলিশের ওসি বিকাশ চন্দ্র দে।

তিনি জানান, জাটকা নিধনকারী জেলেদের বিরুদ্ধে নিয়মিত টহল ডিউটির অংশ হিসেবে শুক্রবার (১০ মার্চ) রাতে উপজেলার ধুলখোলা ইউনিয়নের সবুজ সরকারের মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় জাটকা নিধনকারী জেলেরা চারদিক থেকে ঘিরে বাঁশ দিয়ে পেটাতে শুরু করে। এতে ওসি বিকাশ চন্দ্র দে, কনস্টেবল জাকারিয়া হোসেন ও নৌযানের মাঝিসহ কমপক্ষে ১৬ জন আহত হন। এ সময় আত্মরক্ষার্থে সাত রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ জানান, অভিযান চলাকালে অসাধু জেলেরা নদীতে মাছ শিকার করতে যায়। তাদের বাধা দেয়ায় এই হামলার ঘটনা ঘটেছে। 

হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, পুলিশের ওপর হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।