ঢাকা Friday, 26 April 2024

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 16:43, 29 December 2022

আপডেট: 21:06, 29 December 2022

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি

লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর  গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে হাতীবান্ধার দোলাপাড়া সীমান্তে ৮৮৮ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ফকিরপাড়া ইউপির পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে নাজির হোসেন মংলু (৪০) ও বড়খাতা দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে সাদিক হোসেন (২৩)।

এ ঘটনায় আরও একজন পায়ে গুলিবিদ্ধ হয়েছে পূর্ব ফকিরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সাজু (২৫)।

আহত সাজুর পরিবার সূত্র জানা গেছে, তিনি রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খোকন বিষয়টি নিশ্চিত করেছেন ।

স্থানীয় ও বিজেপি সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলা সীমান্ত দিয়ে ১০/১২ জনের একটি দল ভারত থেকে গরু নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছিলেন। এসময় সীমান্তের ৮৮৮ মেইন পিলারের অধীন ৮ নম্বর সাব পিলার এলাকায় পৌঁছলে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই থানার বড় মধুসূদন বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাইন গুলি চালান। এ সময় ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যান দুই বাংলাদেশি। পরে সঙ্গীরা গুলি বিদ্ধ নিহতদের নিজ বাড়িতে নিয়ে আসেন।

এ বিষয়ে ৬১ বিজিবি দোলাপাড়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল জলিল নিহতদের বাড়ি এসে তথ্য সংগ্রহ করেন। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে রাজি হননি।