ঢাকা Tuesday, 30 April 2024

নটর ডেমের শিক্ষার্থী নিহতের ঘটনায় পরিচ্ছন্নতাকর্মীর ৩ দিনের রিমান্ড

স্টার সংবাদ 

প্রকাশিত: 23:31, 25 November 2021

আপডেট: 20:03, 26 November 2021

নটর ডেমের শিক্ষার্থী নিহতের ঘটনায় পরিচ্ছন্নতাকর্মীর ৩ দিনের রিমান্ড

রাজধানীর গুলিস্তানে গাড়িচাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনায় গ্রেপ্তার রাসেল খানকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই আদেশ দেন। 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মী রাসেল খানকে
 ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ  হাজির করে সাত দিন রিমান্ড আবেদন করেন। 

এ সময় বিচারক বলেন, একটি মেধাবী প্রাণকে মেরে ফেলা হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত? কার হুকুমে হয়েছে? কেন এমন ঘটনা হয়েছে? এসব কিছু জানতে ও মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে আসামির রিমান্ড প্রয়োজন। তাই আসামিকে রিমান্ড দেওয়া হলো।

এর আগে গতকাল বুধবার দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকার কামরাঙ্গীরচরের বাসা থেকে আরামবাগের নটর ডেম কলেজে যাওয়ার পথে গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় ডিএসসিসির ময়লার গাড়ির চাপায় মৃত্যু হয় নাঈম হাসানের। গাড়িটি চালাচ্ছিলেন ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী রাসেল খান। এ সময় জব্দ করা হয় গাড়িটি। এ ঘটনার প্রতিবাদে গতকাল ও আজ গুলিস্তান হল মার্কেটের সামনে অবরোধ করে বিক্ষোভ করে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা।