ঢাকা Friday, 26 April 2024

মুজিবনগর স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 18:53, 17 April 2022

মুজিবনগর স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সরকার এবং সেই সরকারের শপথ অনুষ্ঠান। প্রতিবারের মত এবারও রাষ্ট্রীয়ভাবে দিনটি সারা দেশে পালন করা হচ্ছে।

দিনটি উপলক্ষ্যে আজ রোববার সকাল ১০টায় মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ আওয়ামী লীগের নেতারা হেলিকপ্টারে মুজিবনগর পৌঁছান। সকাল ১০টা ২১ মিনিটে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর জেলা প্রশাসক মুনসরি আলম খান, পুলিশ সুপার রাফিউল আলমসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয়রা।

পরে সকাল ১০টা ৩৫ মিনিটে মুজিবনগরে মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী মোজাম্মেল হক এবং মেহেরপুর জেলা প্রশাসক মুনসুর আলম খান।

এরপরই পুলিশ, বিজিবি, আনসার, মুক্তিযোদ্ধা, ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গালসগাইডসহ স্কুলের শিক্ষার্থীদের সম্বন্বয়ে গার্ড অব অনার ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দ মুজিবনগরে স্থাপিত শেখ হাসিনা মঞ্চে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় যোগ দেন। সেখানে শুরুতেই পবিত্র কোরআন, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতরা বক্তব্য দেবেন।