ঢাকা Monday, 29 April 2024

ঈদ যাত্রায় বঙ্গবন্ধু সেতুতে সাড়ে ১২ কোটি টাকার বেশি টোল আদায়

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: 15:58, 15 April 2024

ঈদ যাত্রায় বঙ্গবন্ধু সেতুতে সাড়ে ১২ কোটি টাকার বেশি টোল আদায়

ফাইল ছবি

এবার ঈদ যাত্রায় বঙ্গবন্ধু সেতু দিয়ে সবচেয়ে বেশি সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। সেইসাথে বেড়েছে সেতুতে টোল আদায়ের পরিমাণও। ঈদের ছুটিতে সেতু দিয়ে ১ লাখ ৬৫ হাজার ৩১৯ টি পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১২ কোটি ৩৮ লাখ ৯২ হাজার ৯৫০ টাকা।

শনিবার (৬ এপ্রিল) রাত ১২ টা হতে বুধবার (১০ এপ্রিল) রাত ১২ টা পর্যন্ত পাঁচদিনে বঙ্গবন্ধু সেতুতে ওই টোল আদায় হয়েছে। ২০২৩ সালে এই সেতুতে টোল আদায় হয়েছিল ১০ কোটি ১৪ লাখ ৪৪ হাজার ১০০ টাকা।

সেতু বিভাগ সূত্র জানায়, শনিবার (৬ এপ্রিল) রাত ১২টার পর হতে রোববার (৭ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে ২৫ হাজার ৮৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৮৫০।

রোববার (৭ এপ্রিল) রাত ১২টার পর থেকে সোমবার (৮ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত সেতুতে পার হয়েছে ২৯ হাজার ৭৮০টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫০ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।

সোমবার (৮ এপ্রিল) রাত ১২টার পর হতে মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত সেতু পার হয়েছে ৪৩ হাজার ৪২৭টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩ লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১২ টার পর হতে বুধবার (১০ এপ্রিল) রাত ১২ পর্যন্ত ৪৭ হাজার ৭৫৫টি পরিবহন সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩০ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা।

সর্বশেষ বুধবার (১০ এপ্রিল) রাত ১২ টার পর হতে বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত ১৯ হাজার ২৭৩টি পরিবহনের বিপরীতে ১ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছিল।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, মহাসড়কে যানজট বা টোল আদায়ে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেই ব্যাপারে কর্তৃপক্ষ যথেষ্ট সজাগ ছিল। এবার ঈদে বেশি সংখ্যাক গাড়ি সেতু দিয়ে পারাপার হয়েছে। প্রতিদিন গড়ে ১৯/২০ হাজার যানবাহন পারাপার হয়। তবে ঈদে এর সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়।