ঢাকা Tuesday, 30 April 2024

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: 14:48, 15 April 2024

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফাইল ছবি

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। রাশিয়ার তেল শোধনাগারে হামলা, ওপেক প্লাসের তেল উৎপাদন কমানো ও চীনে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কয়েকদিন ধরেই বাজার বিশ্লেষকেরা জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা করছিলেন। এর সঙ্গে যুক্ত হয়েছে ইসরায়েলে ইরানের সাম্প্রতিক হামলা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ সোমবার (১৫ এপ্রিল) অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১ শতাংশ বেড়ে গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে।

সোমবার সকালে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৯০ দশমিক ২৮ ডলারে পৌঁছে গেছে। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুড অয়েলের দাম পৌঁছায় ৮৫ দশমিক ৩৬ ডলারে। এ ছাড়া মুরবান ক্রুড ও লুইসিয়ানা লাইটের মতো অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়িয়ে গেছে।

গত মাসের মাঝামাঝি থেকেই ব্রেন্টের দাম ব্যারেল প্রতি ৮৫ ডলারের ওপরে রয়েছে।

এদিকে তেল উৎপাদন সীমিত রাখার সময় আগামী জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তেল উৎপাদানকারী দেশগুলোর জোট ওপেক ও তাদের মিত্রদের সংস্থা ওপেক প্লাস। এর ফলে সারা বিশ্বেই অপরিশোধিত তেলের সরবরাহ চাপের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, তারাও তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বেশ কয়েকটি তেল শোধনাগার অকার্যকর হয়ে পড়েছে। এ কারণেও তেলের উৎপাদন কমাতে বাধ্য হবে রাশিয়া। এ সব কারণে আগামী তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছুঁতে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকেরা।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে একজন কমান্ডারসহ ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের সাত কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এ হামলার জবাবে গতকাল রোববার ভোরে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এরপর থেকেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করে। এর আগে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেও তেলের দাম বেড়েছিল।