ঢাকা Tuesday, 30 April 2024

এপ্রিলে ৫ দিনে এলো সাড়ে ৪৫ কোটি ডলার রেমিট্যান্স 

স্টার সংবাদ

প্রকাশিত: 19:28, 8 April 2024

এপ্রিলে ৫ দিনে এলো সাড়ে ৪৫ কোটি ডলার রেমিট্যান্স 

চলতি বছর এপ্রিলের প্রথম পাঁচদিনে ৪৫ কোটি ৫৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। হিসাব অনুসারে গড়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৯ কোটি ১০ লাখ ডলার।

সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, এপ্রিলের প্রথম পাঁচদিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩ কোটি ৮৫ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৩৮ কোটি ৭৭ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। সবমিলিয়ে এপ্রিলের প্রথম পাঁচদিনে ৪৫ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার দেশে এসেছে।

এর আগে মার্চের প্রথম পাঁচদিনে ৩২ কোটি ৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সেই হিসাবে চলতি মাসের শুরুতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

বিশ্লেষকদের মতে, ঈদকে কেন্দ্র করে সবসময়েই রেমিট্যান্স প্রবাহ বাড়ে। এবারও তেমনটাই ঘটেছে। তারা আরো বলেন, এই ধারা আগামী ঈদুল আজহা বা কোরবানির ঈদ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে। কেটে যাবে ডলার সংকট।