ঢাকা Friday, 26 April 2024

আরো বাড়ল স্বর্ণের দাম 

স্টার সংবাদ

প্রকাশিত: 02:58, 4 August 2022

আপডেট: 03:01, 4 August 2022

আরো বাড়ল স্বর্ণের দাম 

সপ্তাহ না ঘুরতেই আবারো বাড়ল স্বর্ণের দাম। বুধবার (৩ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে। গত ১০ দিনের ব্যবধানে ভরিতে পাঁচ হাজারেরও বেশি দামে বেড়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে সারাদেশে নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেটের প্রতি ভ‌রি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৩৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এর আগে ৮১ হাজার ২৯৮ টাকা ছিল।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৯ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৬১৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৪১৮ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৫২৫ টাকা বাড়িয়ে ৫৫ হাজার ৬৯৬ টাকা করা হয়েছে।

গত ২৮ জুলাই একবার স্বর্ণে দাম বাড়ানো হয়। তার আগে ২৬ জুলাই সোনার দাম আরো একবার বেড়েছিল।